1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
৯ অগ্রহায়ণ, ১৪৩১
Latest Posts
📰সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 📰আশাশুনির গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি এতিমের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য রোধের আবেদন📰প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন📰আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস📰অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২📰উপকূলীয় জীবনের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন📰‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা📰বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন📰আশাশুনির বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে চলছে ক্লাশ 📰আশাশুনিতে উপজেলা শুমারী  কমিটির সভা অনুষ্ঠিত

আদালতে সাতক্ষীরার সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ ২৮ জনের নামে হত্যা মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

২০১৪ সালে সাতক্ষীরা শহরের পলাশপোলের মুকুল
হোসেনের বাড়ির ছাত্রাবাসে পুলিশের গুলিতে
ছাত্রশিবির নেতা আমিনুর রহমানের মৃত্যুু
তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর
সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী
মনিরুজ্জামানসহ ২৮ জনের নামে আদালতে হত্যা
মামলা

২০১৪ সালের ২৭ এপ্রিল সাতক্ষীরার শহরের
কামাননগরের একটি ছাত্রবাসে ঢুকে ছাত্র শিবিরের নেতা
আমিনুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরার তৎকালিন
পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের তৎকালিন
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর থানার তৎকালিন
ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হকসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
দায়ের করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর
ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে
নিহত আমিনুর রহমানের ভাই সিরাজুল ইসলাম(৫৪) বাদি হয়ে
সোমবার সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম প্রথম আদালতে এ
মাম লা দায়ের করেন। বিচারক নয়ন কুমার বড়াল বাদির লিখিত
অভিযোগ আমলে নিয়ে (১৫৬(৩) ধারা মতে) এজাহার হিসেবে
গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একইসাথে একজন সহকারি
পুলিশ সুপার বা পুলিশ সুপার মর্যাদার একজন পুলিশ
কর্মকর্তাকে দিয়ে মামলার তদন্ত করানোর জন্য নির্দেশ দেওয়া
হয়েছে।
মামলার আসামীরা হলেন, সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী
মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের সাবেক জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার
কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা
ইনামুল হক, সদর থানার উপপরিদর্শক আবুল কাশেম, উপরিদর্শক
হুমায়ুন কবীর, উপপরিদর্শক বিধান কুমার বিশ্বাস, উপপরিদর্শক

ইয়াছিন আলী, সহকারি উপপরিদর্শক লিটন বিশ্বাস, সিপাহী
জাহাঙ্গীর আলম, সিপাহী বেলায়েত হোসেন, সিপাহী জিল্লুর
রহমান, সিপাহী বাবুল হোসেন, সিপাহী ফারুখ হোসেন,
সিপাহী শেখ আলম, জেলা গোয়েন্দা পুলিশে তৎকালিন কর্মরত
উপপরিদর্শক আব্দুল হান্নান, উপপরিদর্শক হান্নান শরীফ,
উপপরিদর্শক আবুজার গিফারী, বাগেরহাট জেলার মোল্লারহাট
থানার সোনাপুর গ্রামের মৃত মোশাররফ হোসের ছেলে গোয়েন্দা
পুলিশে কর্মরত মোঃ আলী হোসেন, সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের
তৎকালিন সিপাহী হাবিবুর রহমান, সিপাহী রাসেল মাহমুদ,
সিপাহী ওমর ফারুক, সিপাহী আব্দুর রহমান, সিপাহী আবিদুর
রহমান, সিপাহী আসাদুজ্জামান, সিপাহী বদরুল আলম, শহরের
দক্ষিণ কামাননগরের আবুল কাশেমের ছেলে আনারুল ইসলাম রনি,
একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে এসএম ইউসুফ সুলতান ও
মোকছেদ সরদারের পালক পুত্র মোঃ বাবর আলী।
মামলার বিবরনে জানা যায়, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর
ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে
ছাত্রশিবির নেতা আমিনুর রহমান খুলনা ব্রজমোহন মহাবিদ্যালয়
থেকে ২০১৪ সালে বাংলায় অনার্স মাস্টার্স শেষ করে সাতক্ষীরা
শহরের কামাননগর কবরস্থানের পাশে জনৈক মুকুল হোসেনের
বাড়িতে একটি ছাত্রাবাসে থাকতো। ২০১৪ সালের ২৭ এপ্রিল
দুপুরে ভাত খাওয়া চলাকালিন তৎকালিন পুলিশ সুপার চৌধুরী
মঞ্জুরুল কবীরের নির্দেশে পুলিশের সোর্স বাবর আলী , যুবলীগ
কর্মী আনোয়ারুল ইসলাম রনি এসএম ইউসুফ সুলতান, সদর
সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হকসহ সদর থানার চারজন
উপপরিদর্শক, একজন সহকারি উপপরিদর্শক, ছয়জন সিপাহী
গোয়েন্দা পুলিশের তিনজন উপপরিদর্শক ও আট জন সিপাহী
মুকুল হোসেনের বাড়ির বাইরে অবস্থান নেয়। বাড়ির গেট ধরে
ধাক্কা ধাক্কি করার একপর্যায়ে ছাত্রাবাসে থাকা আব্দুল গফুর গেট
খুলে দেয়। এ সময় পুলিশ ছাত্রাবাসের আটজন সদস্যকে অস্ত্রের
মুখে জিম্মি করে ফেলে। সদর থানার উপপরিদর্শক আবুল কাশেম
ছাত্রাবাসে থাকা আমিনুর রহমানের পিঠের বাম দিকে গুলি করে।
আমিনুর মেঝেতে পড়ে গেলে তার পায়েও গুলি করা হয়। একপর্য়ায়ে
অধিক রক্তক্ষরণে আমিনুর মারা হয়। এ সময় ছাত্রাবাসে থাকা
কয়েকজন ছাত্র শিবিরের সাত কর্মী গুলিতে জখম হন। তাদেরকে

পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা ৫০০ শয্যা
হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ছাত্রাবাস থেকে মটর
সাইকেল , বাই সাইকলেসহ বিভিন্ন জিনিসপত্র পিকআপ যোগে
থানায় নিয়ে যায়। ময়না তদন্ত শেষে আমিনুরের লাশ তার ভাই
হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার তারিখে রাতে
পুলিশের পক্ষ থেকে নিহত আমিনুরসহ কয়েকজন জখমীর নামে সদর
থানায় জিআর-৩২৮/১৪ ও ৩২৯/১৪ নং মামলা দায়ের করা হয়। ওই
সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আসামীদের বিরুদ্ধে
মামলা করা সম্ভব না হওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তণ
হওয়ায় মামলার বিলম্বের কারণ বলে উল্লেখ করা হয়েছে।
বাদিপক্ষের আইনজীবী ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ
আইনজীবী অ্যাড. বাসারাতুল্লাহ আওরঙ্গীসহ পাঁচজন।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. তোজামম্মেল
হোসেন তোজাম ২৫ পুলিশ সদস্যসহ ২৮জনের বিরুদ্ধে আদালতে
দায়েরকৃত মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশের
বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd