কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা

ইবি প্রতিনিধি————–

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসের বটতলা চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বুকে কালো ব্যাচ ধারণ করেন।

শুক্রবার (১১জুলাই) বিকেল সাড়ে চারটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসের বটতলা চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন ক্যাম্পাসের আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশি বাঁধা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।।

এ সময় ‘ভাইয়ের বুকে বুলেট কেন, প্রশাসন জবাব চাই’, ‘হামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘ভুয়া প্রশাসন, ভুয়া ভুয়া’, ‘এক দফা, এক দাবি’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের হামলা-মামলা দিয়ে আটকে রাখা যায় না। শিক্ষার্থীরা একবার ক্ষিপ্ত হলে কী হতে পারে তা সবাই জানে। আমরা খিচুরির প্যাকেট, সিঙ্গারা ও সেভেন-আপ দিয়ে সংগ্রামে আনিনি। সবাই স্বতঃস্ফূর্ত ভাবেই সাড়া দিয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ভাইদের রক্ত ঝড়িয়েছে। পুলিশ দিয়ে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। হামলার পরে শিক্ষার্থীদের উপস্থিতি আরো বেড়েছে। আমরা সাহায্য চাইতে আসিনি। অধিকার আদায় করতে এসেছি।

তারা আরও বলেন, আমাদের মাথায় জাতীয় পতাকা, বুকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের দাবি একটাই, আমরা যুক্তিসঙ্গত কোটা সংস্কার চাই। আমাদের দাবি সরকারের কাছে, নির্বাহী বিভাগের কাছে। যতদিন দাবি মানা হবে না ততদিন রাজপথ ছাড়বো না। আপনারা যারা জনদুর্ভোগের কথা বলছেন, বিভিন্ন ট্যাগ দিচ্ছেন। আমরা স্পষ্ট বলতে চাই, এই জনদুর্ভোগের দায় সরকারের।

তারা বলেন, কোটা বৈষম্যের কারণে কারণে অনেকেই দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। দেশ একে একে মেধাশূন্য হচ্ছে। মেধাশূন্য রাষ্ট কখনো শক্তভাবে দাঁড়াতে পারে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *