সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলীদের পক্ষ থেকে সহকারি প্রকৌশলী মো. কামরুল আখতার’র অবসরজনিত বিদায়ী সংবর্ধনা

বিদায় একটি নিষ্ঠুর শব্দ। এ পৃথিবীতে যার আছে শুরু, তার আছে শেষ। যার
আছে অতীত, তার আছে বর্তমান ও ভবিষ্যৎ। সময়ের সাথে গড়ে উঠা ভ্রাতৃত্বের বন্ধন বিদায় লগ্নে মনে
করিয়ে দেয় অতীতের স্বপ্ন কোলাহল মুক্ত দিনগুলোর কথা। চোখের কোণে নেমে আসে জল। দৃশ্যপট হয়ে
যায় ঝাপসা। সকল কল্পনা-জল্পনা তখন অতীতকে নিয়ে। “যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়” এই
মর্মষ্পর্শী বাণীকে সামনে রেখে” সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু’র
অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে পৌরসভার
কাউন্সিলবৃন্দের কক্ষে সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলীদের আয়োজনে সাতক্ষীরা পৌরসভার নির্বাহী
প্রকৌশলী নাজমুল করিম’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন
পৌরসভার পানি সুপার প্রকৌশলী মো. সেলিম সরোয়ার, পৌরসভার প্রজেক্টের ইঞ্জিনিয়ার পীযূষ
বন্দ্যোপাধ্যায় মিরাজ হোসেন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপসহকারি
প্রকৌশলী মো. কামরুজ্জামান শিমুল, উপ-সহকারী প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, উপসহকারী
প্রকৌশলী তুষার রায় চৌধুরী, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার নিমাই পাল, উপ-সহকারি বিদ্যুৎ মাসুদ রানা,
পৌরসভার নকশাকারক আব্দুল্লাহ আল মামুন, নকশাকার নুর আলী, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল
মোতালেব, সড়ক বাতি পরিদর্শক শেখ সাইদুর রহমান প্রমুখ। অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে
বিদায়ী অতিথিকে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। এসময়
কাঁন্নায় এক হৃদয়বিদারক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় বিদায় অনুষ্ঠান। অবসরজনিত বিদায়ী
সংবর্ধনায় দুঃখভারাক্রান্ত হৃদয়ে বিদায়ী অতিথিকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় সাতক্ষীরা পৌরসভার
প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *