সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎকুমার, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদৌস আলফা, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: কামরুজ্জামান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা মৎস্য অফিসার আনিছুর রহমান, জেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, জেলা মার্কেটিং অফিসার মো. আব্দুল্লাহ প্রমুখ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *