ঢাবিতে প্রভোস্ট কমিটির বৈঠক, যা জানালেন উপাচার্য

কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠক করেছেন প্রভোস্ট কমিটি।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে এই বৈঠক শুরু হয় চলে ২ ঘণ্টাব্যাপী।

বিষয়টি গণমাধ্যমকে জানান বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আবদুর রহিম।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল গণমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের হলের প্রাধ্যক্ষরা রাতভর হলে অবস্থান করবেন। মিটিংয়ে আমাদের আরও কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সেগুলো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে বিকেলে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন সময় হামলা চালান ঢাবি ছাত্রলীগসহ সংগঠনটির মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে।

এ সময় ছাত্রলীগের হামলায় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিতে যায় অন্তত ১৫০ জন সাধারণ শিক্ষার্থী। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের সংঘর্ষ শুরু হয় পৌনে ৭টার দিকে।

কোটাবিরোধী সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ঢাবি, ঢামেকসহ আশপাশের এলাকায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *