ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাওয়ার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করলেন রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে  তাপপ্রবাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাওয়ার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাওয়ার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রচন্ড তাপদাহে চলতি জুন, জুলাই মাসে  ৪ শ’ পিচ ছাতা, বোতল জাত  ৮ হাজার ৪ শ’ ৯৬ লিটার বিশুদ্ধ পানি, ক্যাপ ৮শ’ পিচ, ৮ শ’ পিচ পাখা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে এ সহায়তা বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মো. ইলিয়াছ হোসেন, অফিস সহকারী মো. কামরুল ইসলাম, যুব সদস্য ইকবাল, তুষার, হাজেরা, মেঘলা,শরিফুল, সাকিব সহ রেডক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সদস্য, সকল যুব সদস্য বৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *