জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

 প্রেস বিজ্ঞপ্তি
“আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা” এই স্লোগানে কাস্টমার সচেতনতা সপ্তাহ উপলক্ষে জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার গ্রাহকদের নিয়ে সচেতনতা মূলক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০/০৭/২৪ সকাল ১১টায় জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার আয়োজনে গ্রাহক সমাবেশে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি সাতক্ষীরা এরিয়া অফিসের এজিএম সেখ আমীর আলী।
জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম রবিউল ইসলাম, সাতক্ষীরা এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিন্টু কুমার সরখেল, সাতক্ষীরা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর অনীমা রানী মন্ডল, জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার সহকারী ব্যবস্থাপক তাপস চক্রবর্তী, সিনিয়র অফিসার অমিতাভ পাল, সুজিত কুমার ঘোষ, জিএম মনির হুসাইন, প্রবীর কুমার ঘোষ, অফিসার টিপু সুলতান, ঝুম্পা দাস, তন্ময় কুমার ঘোষসহ কর্মচারী এবং ব্যাংকের বিভিন্ন শ্রেণীর গ্রাহক বৃন্দ। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে তিনজন সেরা গ্রাহকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া ব্যাংকের সুলতানপুর বাজার শাখার সেরা কর্মকর্তা ২০২৪ নির্বাচিত করে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বক্তারা আর্থিক নিরাপত্তা বিভিন্ন দিক তুলে ধরে নানা বিষয়ে আলোচনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *