সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় উচ্ছেদকৃত ভুমিহীনদের পুনঃ বাসনের দাবিসহ ভুমিহীন মুক্ত ঘোষণার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই সোমবার বিকেলে নিউমার্কেটের স ম আলাউদ্দীন চত্বরে জেলা ভুমিহীন সমিতির আয়োজনে ভুমিহীনদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি জেলা সভাপতি আবুল হোসেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, বাংলাদেশ জাসদ জেলা সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সমাজন্ত্রিক দল জেলা সভাপতি নিত্যেচন্দ্র সরকার, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ সভাপতি আবু সুফিয়ান সজল, সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ ফারুক হোসেন, হাফিজুর রহমান, জি এম রেজাউল করিম, শেখ হাফিজুর রহমান, ইউসুফ আলী সরদার, ভুমিহীন অধিকার পরিষদ জেলার সভাপতি বাবলু হাসান, নাজমা আক্তার নদী, কুমারেশ মন্ডল, শেখ রিয়াজুল ইসলাম, মগবুল হোসেন সহ আরো অনেকে নেতৃবৃন্দ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার ভুমিহীন পরিবার। সমাবেশে বক্তারা বলেন যেসব রাস্তার ধারে বসতী থাকা অসহায় ভুমিহীন মানুষের পূর্ন:বাসন না করে তাদেরকে ঘরবাড়ি ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে। এমনকি তাদের ঘরে থাকা আসবাবপত্র ও খাবারগুলোও সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। অবিলম্বে ভুমিহীন মুক্ত ঘোষণা বাতিল করে সাতক্ষীরা- কালীগঞ্জ সড়কের ধারে থাকাসহ যেসব উচ্ছেদকৃত ভুমিহীন এবং অসহায় ভুমিহীন মানুষের পূর্ন:বাসনসহ ক্ষতি পুরুন করতে হবে। ভুমিহীনদের পুনঃ বাসন না দেওয়া পর্যন্ত ভুমিহীনদের উচ্ছেদ বন্ধ করতে হবে। সাতক্ষীরা জেলার ভুমিহীন মুক্ত ঘোষণার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভুমিহীনদের ভুমির অধিকার, অসহায় ভুমিহীনদের বাসগৃহ, উচ্ছেদকৃত ভুমিহীনদের পুনঃ বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানান বক্তারা।
Leave a Reply