আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসের নামে ওয়াপদা বাঁধে পাইপ বসিয়ে লবণ পানি উঠিয়ে ফসল বিনষ্টের পায়তারার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আশাশুনি উপজেলা সদরে রিপোর্টার্স ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
খাজরা ইউনিয়নবাসীর আয়োজনে দীর্ঘ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ অহিদুল ইসলাম মোল্যা, কামাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, এলাকার ১০ হাজার বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম মানুষকে সর্বশান্ত করে ফেলেছেন। কয়েকদিন পূর্বে এলাকাবাসীর দাবীর মুখে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমের নেতৃত্বে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে বাঁধ ও নেটপাটা অপসারন করা হয়। কিন্তু জলাবদ্ধতা সৃষ্টিকারী সাবেক চেয়ারম্যান ডালিম জলাবদ্ধতা নিরসনের নামে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের বেড়ীবাঁধে পাইপ বসিয়ে নতুন করে লোনাপানি উঠিয়ে মৎস্য চাষ ও জলাবদ্ধতা সৃষ্টির কাজ শুরু করেছেন। মৎস্য ঘের করার ফন্দি এটে নদীর বেড়ীবাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে খালে লোনা পানি উত্তোলন করে যাচ্ছেন তিনি। এতে করে লোকালয়ের পানি নদীতে নিষ্কাশন হওয়া তো দূরের কথা, উল্টো মৎস্য ঘেরে লবণাক্ত পানি উত্তলন করায় খালের তীরবর্তী ধান চাষের বিল লবণাক্ত পানিতে ডুবে গেছে। তিনি চেয়ারম্যান থাকাকালীন তার দলীয় লোকজন দিয়ে খাজরা ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি খাস খাল জবর দখল করে রেখেছেন। খালে নেট পাটা ও বাঁধ দিয়ে নদীতে লোকালয়ের পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টি করে রেখেছেন। বক্তাগণ অবিলম্বে এলাকাবাসীকে ক্ষতির হাত থেকে বাঁচাতে অবৈধ ভাবে লবণ পানি উঠানো বন্ধ করতে আহবান জানান। বিষয়টি বিচক্ষনতার সাথে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য এমপি আলহাজ্ব আ ফ ম রুহুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে জোর দাবী জানান হয়েছে।
Leave a Reply