আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলা এনজিও ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা এনজিও ফোরামের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এনজিও ফোরামের সমন্বয়কারী সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, রূপান্তরের ইমরান হাসান, ব্র্যাকের প্রবল কুমারসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। অনুষ্ঠানে এনজিও উত্তরণ ও ইপিআরসি তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের প্রকল্পের গৃহীত ও বাস্তবায়িত কর্মকান্ডের বিস্তারিত তথ্য মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। উত্তরণের পক্ষে নিবরাজ বাহার মাইক্রো ক্রেডিটসহ ১২টি প্রকল্পের কর্মকান্ড সম্পর্কে তথ্য উপস্থাপন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *