অলিম্পিকে প্রথম সোনা জিতলো চীন


জুলাই ২৭ ২০২৪

Spread the love

প্যারিস অলিম্পিক ২০২৪ সালের আসরে প্রথম সোনা জিতেছে চীন। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতে সেরা পদকটি নিজেদের করে নিয়েছে চাইনিজরা। ফাইনালে তারা হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে।

কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়েছেন চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি।

কোরিয়া রৌপ্য ও কাজাখস্তান ব্রোঞ্জ পেয়েছে এই ইভেন্টে। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী খেলা কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম-লে আলেক্সান্দ্রা জুটি ১৭-৫ পয়েন্টে হারিয়েছেন জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ-আনা ইয়ানসেন জুটিকে।

শুক্রবার রাতে জমকালো উদ্বোধনের পর শনিবার সকাল থেকে শুরু হয়েছে ক্রীড়াবিদদের শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথম দিনই অনুষ্ঠিত হবে ১৪টি স্বর্ণের নিষ্পত্তি। যার প্রথমটি ছিল শ্যুটিংয়ের।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন