রাস্তা ফোর লেন করার নামে রাস্তার পাশে ২০০
বছরেরও বেশি সময় ধরে সাতক্ষীরা সদরের দক্ষিণ আলীপুরে বসবাসরত
৩০০টি কায়পুত্র পরিবারকে পূর্ণবাসন না করে উচ্ছেদ না করতে
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল
সাড়ে ৯টায় সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের দক্ষিণ আলীপুর নামক
স্থানে এ কর্মসুচি পালিত হয়।
কায়পুত্র পুর্নবাসন আন্দোলন কমিটির আয়োজনে মানববন্ধন
চলাকালে বক্তব্য রাখেন আন্দোলন কমিটির সভাপতি শচীন মন্ডল,
মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, নাগরিক কমিটির আহবায়ক
এড.আজাদ হোসেন বেলাল,ভুমিহীন নেতা আঃ সামাদ, কওসার
আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, জেলা জাসদ সভাপতি ওবায়দেস
সুলতান বাবলু, জাসদ কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক
প্রফেসর ইদ্রিস আলী, সিপিবি সভাপতি আবুল হোসেন, নদী
বাঁচাও আন্দোলনের আহবায়ক আদিত্য মল্লিক, সদস্য সচিব
মফিজুল ইসলাম, কায়পুত্র প্রতিনিধি নিমাই মন্ডল,কমল মন্ডল,চায়না
রানী, শরিফুল ইসলাম, হুমায়ন কবির, ইসরাফিল গাজী, জয় সরদার
প্রমুখ।।
প্রসঙ্গত, ইতিপূর্বে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন
বরাবর বিষয়টি অবহিত করলেও এখনও তাদের পুর্নবাসনে এবং ঘর
প্রদানে কোনও কার্যকর উদ্যোগ গ্রহন করা হয়নি। মানববন্ধন
থেকে অনতিবিলম্বে তাদের যথাযথভাবে স্থায়ী পুর্নবাসন না
হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখতে প্রশাসনের কাছে অনুরোধ
জানানো হয়। উল্লেখ্য এখানে কায়পুত্ররা ২০০বছর কাল বসবাস করলেও
তাদের স্থায়ী কোন জমি প্রদান করা হয়নি বা আবাসনের ব্যবস্থা
করা হয়নি। সাতক্ষীরাতে বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে প্রায়
৩০০ পরিবার বসবাস করে, মানববন্ধন থেকে দরিদ্র, অবহেলিত-
অনগ্রসর এই জাতি গোষ্টির জন্য সরকারের বিভিন্ন সুযোগের
অভিগম্যতা সৃষ্টি ও একটি কায়পুত্র পল্লী গঠনের দাবি জানানো
হয়।# সাতক্ষীরা প্রতিনিধি। তাংÑ ১৫.০৭.২৪ ছবি আছে।
Leave a Reply