আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে উত্তরণের উদ্যোগে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সচেতনতা এবং সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এর অর্থায়নে উত্তরণের বাস্তবায়নে কর্মশালায় “স্থানীয় ভাবে পরিচালিত ক্রিয়া কলাপ টেকসই জল ও ভূমি ব্যবস্থাপনা (ল্যান্ড ওয়াটার)” এবং “লোকাল এ্যাডাপটেশন প্লান এন্ড এ্যাকশান ডেভলপমেন্ট (LAPA) ইন বরিশাল এন্ড খুলনা ডিভিশান” প্রকল্প দুটির পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম সম্পর্কে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর ডেভিট অধিকারী ও মিল ম্যানেজার হাসান আব্দুল্লাহ রাফাত। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।
Leave a Reply