১৮ তম লোকসভার বৈঠক শুরু হয়েছে৷ শুক্রবার সকাল থেকেই সংসদ ভবনে জোর হইচই। নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে উত্তাল লোকসভা। নিট নিয়ে আলোচনা করুক সরকার। প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে সংসদ ভবনে ব্যাখ্যা দিক৷ এই জোরালো দাবি তোলা হয়েছে।
কোনওভাবেই বিরোধীদের সামাল দিতে পারেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রথমে বেলা ১২ টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। এরপর অধিবেশন বসলে ফের শুরু হয় বিরোধীদের বিক্ষোভ। শেষপর্যন্ত সারা দিনের জন্যই লোকসভা মুলতবি ঘোষণা করা হয়।
এনডিএ সরকার গঠন হওয়ার পরেই সর্বভারতীয় শিক্ষাক্ষেত্রে বড় দুর্নীতির অভিযোগ সামনে আসে। নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার কথা জানা যায়। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই অভিযোগ উঠতে থাকে। এবার একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি বিজেপি। শরিকদের সঙ্গে নিয়ে এনডিএ সরকার তৈরি করতে হয়েছে। এদিকে বিরোধীরা এবার একজোট। আসনের সংখ্যার বিচারেও তারা বিজেপির উপর চাপ বাড়িয়ে রেখেছে। ফলে লোকসভার অধিবেশন শুরু হলে যে নিট ইস্যু উঠবে। একথা বলাই বাহুল্য ছিল। এই পরিস্থিতিতে শনিবার সকালে লোকসভা বসে। স্পিকার নির্বাচনের দিনই বিরোধীরা দাবি তুলেছিলেন, এবার তাঁদের কণ্ঠরোধ করা যাবে না। সভা শুরুর পর থেকেই বিরোধীরা সরব হন। নিট দুর্নীতি ইস্যুতে সরকার জড়িয়ে। সরকারকে এই বিষয়ে আলোচনা করতে হবে। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সপার সাংসদরা শোরগোল ফেলে দেন ভবনের মধ্যে৷
প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর বক্তব্য চাওয়া হয়। স্পিকার ওম বিড়লা নিট ইস্যুতে আলোচনার জন্য সময় দিক৷ এই দাবিও বিরোধীদের থেকে তোলা হয়৷ স্পিকার বিরোধীদের থামানোর চেষ্টা করেছিলেন বার বার। তৃণমূলের পক্ষ থেকে মুলতবি প্রস্তাবের দাবি তোলা হয়। নিট দুর্নীতি নিয়ে আলোচনা করতে হবে। এই দাবি তুলেছেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়া জোট প্রথম দিন থেকেই এককাট্টা রয়েছে। দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ জড়িয়ে আছে নিটের সঙ্গে। অবিলম্বে সেই বিষয়ে আলোচনা করা হোক। এই দাবি জোরালোভাবে তোলা হয়। কিন্তু সরকার পক্ষ এই দাবি মানতে চায়নি। তাই জোরোলা বিক্ষোভের পথেই হাঁটে বিরোধী শিবির। রাজ্যসভা ও লোকসভা, দুই কক্ষেই এদিন জোরালো বিক্ষোভ দেখানো হয়।
Leave a Reply