মিনিস্টার গ্রুপের সৌজন্যে তালায় ৮ দলীয় নক-আউট ফুটবল টুনামেন্টের উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত 

মিনিস্টার গ্রুপ ও বালিয়াদহা একতা সংঘের যৌথ উদ্যোগে তালার বালিয়াদাহ হাইস্কুল মাঠে ৮ দলীয় নক আউট ফুটবল টুনামেন্টের উদ্ধোধনী খেলা শক্রুবার বিকাল ৪ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
 উক্ত ১৬ দলীয় ফুটবল খেলায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার মো: মামুন উর রশিদ। খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও পাটকেলঘাটা মিনিস্টার প্লাজার পরিচালক, মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাসানুর রহমান হাসান।
 খেলায় আরও উপস্থিত ছিলেন, চুকনগর মিনিস্টার শোরুমের ম্যানেজার মো: শাহীন বিশ্বাস, যুবনেতা জাহাঙ্গীর হোসেন লাকী, আব্দুস ছামাদ, আমিনুর রহমান প্রমু । খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন বালিয়াদহা একতা সংঘের সভাপতি মোল্যা রেজওয়ান, জাকির হোসেন লাবু, সাধারণ সম্পাদক রিপন খা, জাকির হোসেন, জব্বার, বাপ্পি, রানা, জাকির, ইমরান, জাহিদ, সাগর প্রমুখ। সাতক্ষীরার বিনেরপোতা ফুটবল একাদশ ২-০ গোলে কৃঞ্চকাটি ফুটবল একাদশ কে হারিয়ে বিজয়ী লাভ করে। উল্লেখ্য, ফাইনাল খেলায় ডবল ফ্রিজ পুরষ্কার দেওয়া হবে।

 

 

আরও পড়ুন…

তালায় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *