প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন যুক্তরাষ্ট্রের নারী

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বন্ধুত্ব। এরপর তা গড়ায় প্রেমের সম্পর্কে। ফলে প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে আসেন মার্কিন নারী। সিদ্ধান্ত নেন তারা বিয়ে করবেন। কিন্তু এতে বাধ সাধে বয়স ও ধর্ম। তবে প্রেম মানে না কোনো বাধা।

সোমবার (৩ জুন) দুপুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই প্রেমিক যুগল। ফেনীর বেস্ট ইন রেস্টুরেন্টে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। বিয়ের জন্য এই মার্কিন নারী খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয়েছে লামিয়া।

বর ফেনীর সন্তান ব্যবসায়ী জামশেদ আলম রাজু (২৫)। তিনি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। কনে সেন্ডোরা ব্রোক্সের (৫৫) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরের বাসিন্দা। 

জানা গেছে, রাজু ও সেন্ডোরা আদালতে হাজির হয়ে হলফনামা দিলে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ তা মঞ্জুর করেন।

জামশেদ আলম রাজু জানান, ২০১৮ সালে ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ভালো লাগা থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। শনিবার (১ জুন) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে সেন্ডোরা।

রাজু বলেন, ‘সেন্ডোরা আমাকে ভালোবেসে এখানে এসেছে। সুখে-দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই বলে অঙ্গীকার করেছি। সে আমার জন্য নিজ ধর্ম ত্যাগ করেছে।’

মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুশি সেন্ডোরাও (লামিয়া)। তিনি বলেন, ‘আমি ভালো আছি। আমার অনেক ভালো লাগছে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *