সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে আইনজীবী সহকারী সমিতি ভবনের ২য় তলায় সাবেক সভাপতি মো. আব্দুস সাত্তার (১)এর সভাপতিত্বে ও সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় দায়িত্ব অর্পন অনুষ্ঠানের মাধ্যমে নতুন নির্বাচিত কমিটির সভাপতি মো.আব্দুল মান্নান বাবলু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর  নিকট দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি মো. আব্দুস সাত্তার (১)।

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি  আব্দুর রহমান, তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু ,যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম. শফিকুল ইসলামসহ

নির্বাচিত সদস্য গোলাম রব্বানী আলম ,আব্দুল হাকিম, আব্দুস সামাদ,  বিধান চন্দ্র মন্ডল, মেহেদী হাসান,সিনিয়র আইনজীবী সহকারী সমিতির সাবেক কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য- গত ০৭ মার্চ ২০২৪ ইং তারিখে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির সদস্যরা নির্বাচিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *