রবীন্দ্র জন্মোৎসবের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি

আককাজ : বিশ্বকবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে রবীন্দ্র জন্মোৎসব “কবিগুরু তুমি হে” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) ভারতীয় সময় ৫টা ১৫ মিনিটে দশরুপক ভারত’র আয়োজনে ভারতের বর্ধমান শহরের ঐতিহাসিক বর্ধমান টাউন হলে অনুষ্ঠানের সভাপতি ও উদ্বোধক হিসেবে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীদের সমন্বয়ে রবীন্দ্র জন্মোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবীন্দ্র জন্মোৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তণ ব্যুরো চীফ সুবীর ভৌমিক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের সংসদ সদস্য শ্রী দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য প্রমুখ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. অংশু সেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দশরুপক ভারত’র সম্পাদক অরবিন্দ ঘোষ। আলোচনা সভা শেষে রবীন্দ্র জন্মোৎসবে এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীদের সমন্বয়ে রবীন্দ্র সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। এসময় এপার বাংলা ও ওপার বাংলার অতিথি, দশরুপক ভারত’র সদস্য ও এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দশরুপক ভারত’র সদস্য তুষার চৌধুরী, তনিমা সেন ও অনুরাধা দে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *