বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তালা উপজেলার জালালপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম দীর্ঘ দিন অসুস্থ থাকার পর বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে মারা যান। মৃত্যু কালে তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৬ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, জেলা কমিটির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাবীর হোসেন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ময়নুল হাসান, কমরেড আবেদুর রহমান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য নাসরীন খান লিপি, কমরেড রফিকুল ইসলাম, আব্দুল জলিল মোড়ল, কমরেড আব্দুর রউফ মাস্টার, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিবপদ গাইন প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply