আশাশুনিতে (পিএফজি)’র অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা

আশাশুনিতে (পিএফজি)’র সম্মিলিত কার্যক্রম, অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। পিএফজির কো-অরডিনেটর এস.এম বাচ্চুর  উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইকে চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলিমা খাতুন মিল, বিএনপির আহবায়ক হেদায়েতুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির জাতীয় পার্টির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, মৌমাছি এনজিও কর্মকর্তা সুশান্ত মল্লিক, দি হ্যাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী এস এম রাজু জবেদ, ফিল্ড কো-অডিনেটর মোঃ আবু তাহের প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক ও পিএফজি’র অ্যাম্বসেডর এসকে হাসান, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩০/৩১ জুন ও ১জুলাই পিএফজি’র সদস্যদের মৌলিক প্রশিক্ষণের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত এবং শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *