আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৪ জন গ্রেফতার

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতার অপরাধে ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। (২২ মে) বুধবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও সহিংসতার অভিযান পরিচালনা কালে এসআই মোঃ আঃ রহিম, এসআই মোঃ আব্বাস আলী, এসআই পিয়াস কুমার সাহা, এসআই শ্যামা প্রসাদ রায় সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নাছিমাবাদ গ্রামের আনারুল ফকিরের ছেলে আরাফাত হোসেনকে গ্রেফতার করেন এ সংক্রান্তে থানায় ১৩(৫)২৪ নং মামলা রুজু করা হয়েছে। খরিয়াটি গ্রামের মৃত সাকাউদ্দীন গাজীর ছেলে মোঃ সাত্তার গাজী (৪৮) ও মোঃ আক্তার গাজীর ছেলে আকবর গাজী (৩৩)কে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে থানায় নিয়মিত ১৪(৫)২৪ নং মামলা রুজু করা হয়েছে। পিরোজপুর গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে মোঃ আব্দুর রহমান (৫৫)। মৃত ফজলে গাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর গাজী (৪৪), মোঃ আলমগীর গাজী (৩৮), মোঃ মনিরুল গাজী (২৫) ও মোঃ জাহাঙ্গীর গাজীর ছেলে মোঃ ইব্রাহিম গাজী (২০) এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের আজগর গাজীর ছেলে মোঃ আবু হামজা (২৪), মোঃ মোজাফফর মোল্যার ছেলে মোঃ সোহেল মোল্যা (৩৪), মোঃ জাবের গাজীর ছেলে মোঃ আজগর গাজী (৫৫)। কয়রা উপজেলার নাকসা গ্রামের মৃত গফুর সরদারের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩০)। দূর্গাপুর গ্রামের মৃত রাজেন্দ্র নাথের ছেলে ভবেন মন্ডল (৬৫), মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৫৫)কে গ্রেফতার করেন। এ সংক্রান্ত থানায় নিয়মিত ১৫(৫)২৪, ১৬(৫)২৪, ১৭(৫)২৪ ও ১৮(৫)২৪ নং মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের এদিন দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *