বৈশ্বিক আসরে ভারতকে প্রথমবারের মতো হারাতে পারে পাকিস্তান ২০২১ টি২০ বিশ্বকাপে। দল ১০ উইকেটে হারলেও নিজের কাজটা ঠিকঠাকই করেন কোহলি। ৪৪ বলে খেলেন ৬০ রানের ইনিংস। চলতি আইপিএলেও অসাধারণ ফর্মে আছেন কোহলি। এখন পর্যন্ত আসরে ৬০০ রান করা একমাত্র ব্যাটসম্যান তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৩ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে তার ৬৬১। শুরুতে তার স্ট্রাইক রেট নিয়ে বেশ সমালোচনা হলেও বিধ্বংসী ব্যাটিংয়ে সেসবের জবাবও দিচ্ছেন তিনি। আসরে তার স্ট্রাইক রেট এখন ১৫৫.১৬। ব্যাটিং গড় ৬৬.১০।
ছন্দে থাকা কোহলি কতটা ভয়ঙ্কর হতে পারেন, ভালো করেই জানেন মিসবাহ। সাবেক এই ব্যাটসম্যান মনে করছেন, ভারত-পাকিস্তান দ্বৈরথে একাই ব্যবধান গড়ে দিতে পারেন কোহলি। ‘স্টার স্পোর্টস প্রেস রুম’ শো-তে বুধবার মিসবাহ বলেন, ‘কোহলি বড় ফ্যাক্টর হবে। সে বহুবার পাকিস্তানের ক্ষতি করেছে। মানসিকভাবে পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার করতে সে উপভোগ করে। বড় মঞ্চে খেলার সুযোগ থেকে চাপ নয়, অনুপ্রেরণা নেয় সে।’
তিনি আরও যোগ করেন,‘ সেখানে (ভারত-পাকিস্তান ম্যাচে) ভিরাট কোহলির প্রভাব অবশ্যই থাকবে। সে শীর্ষমানের একজন ক্রিকেটার। স্ট্রাইক রেট মুখ্য বিষয় নয়, সে এমন একজন ক্রিকেটার যে ম্যাচ জেতাতে পারে। ভালো ক্রিকেটাররা এসব সমালোচনা থেকে অনুপ্রেরণা নেয়।’
Leave a Reply