মানিকগঞ্জ জেলা জাতীয় কৃষক জোট এর প্রতিনিধি সভা

মানিকগঞ্জ জেলা জাতীয় কৃষক জোট এর প্রতিনিধিসভা গত ১২ তারিখে জাসদ জেলা কার্যলয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় কৃষক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন খাঁন।সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক জোট কেন্দ্রিয় কমিটির সভাপতি বীর মুক্নুতিযোদ্রুধা নূরুল আমিন কাওসার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খান। সভায় অন্যআন্যদএর মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, সাধারন সম্পাদক আসলাম হোসেন খান, কৃষক জোট কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামসুর রহমান প্রমুখজাতীয় যুবজোট, বাংলাদেশ ছাত্র লীগ, কৃষক জোট এর জেল এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।সভায় নেতৃবৃন্দ কৃষকের ফসলের লাভজনক মূল্য প্রদান, কৃষিজমি অকৃষি কাজে ব্যবহার বন্ধ করা ও প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা দাবী জানান হয়। এছাড়াও মানিকগঞ্জ জেলায় কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের দাবি করা হয়। সভায় জেলা জাতীয় কৃষক জোট এর আগের কমিটি বহাল থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভা শেষে জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় সভাপতি ও জাসদ স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান এর সমাধিতে মাল্যদান ও দোয়া করা হয়।সমগ্র অনুষ্ঠান টি উপস্থাপনা করেন জাতীয় কৃষক জোট জেলা কমিটির সাধারণ সম্পাদক ছালাম আহম্মেদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *