অবশেষে বিয়ের তারিখ জানা গেল পরিণীতির!

বিনোদন ডেস্ক :

সেলিব্রিটি বলতেই তাদের জীবনযাপন কিংবা অন্দরমহলের প্রতিটা আপডেট, সর্বদাই থাকে লাইম লাইটে। যে কোনো তথ্য যতই গোপন করার চেষ্টা করুক না কেন, কোনো না কোনোভাবে তা ফাঁস হয়ে যায় ভক্তমহলে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধতে চলেছেন এ জুটি। যদিও বিয়ের তারিখ নিয়ে দুজনের তরফে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি।

জানা গেছে, জাঁকজমকভাবে রীতিনীতি মেনেই বিয়ে হতে চলেছে তাদের। ফিল্ম ইন্ড্রাস্টি ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।

আম আদমি পার্টির বয়সে সবচেয়ে ছোট সাংসদ রাঘব। অন্যদিকে পরিণীতি বলিউড অভিনেত্রী, প্রিয়াংকা চোপড়ার বোন। রাঘব ও পরিণীতির প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল প্রথম মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার পর। যদিও তখনই সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি এ দুই তারকা।

এর আগে গত ১৩ মে দিল্লিতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও দুই পরিবারের উপস্থিতিতে আংটিবদল সেরেছিলেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *