উপকূলীয় অঞ্চল প্রতিনিধি : গত ১৩ আগস্ট রবিবার রাত ৯ টায় কোবাদক স্টেশনের সুন্দরবনের সাপখালী খাল এলাকা থেকে ১১ টা নৌকা এক হাজার পিচ অবৈধ আটন জব্দ করে।এছাড়া অপর একটি অভিযানে রবিবার রাত ১০টায় ৩০মিনিটে কম্পাটমেন্ট নং ৪৬এর সাপ খালী খালে টহলরত অবস্থায় একটি ডিঙ্গি নৌকা এক বোতল বিষ একটি নিষিদ্ধ ভেসালজাল জব্দ করেন।এসময় নৌকায় অবস্থানকারী চার জন আসামী কে হাতেনাতে ধৃত করেন বনবিভাগ।
আটক কৃত আসামীরা হলেন কয়রা উপজেলার দোশালিয়া গ্রামের জেহের আলীর ছেলে ইমদাদুল(৪০) মৃত মোনাজাত মোল্লার ছেলে শাহিনুর(৪০) মৃত আবুল কাশেমের ছেলে সেফাতুল্লাহ(২৭) রহিম সরদারের ছেলে আবদুল্লাহ (২৭)১৪ আগস্ট বিকেল ৫টায় সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা এর সুযোগ্য বিভাগীয় বন কর্মকর্তা ডঃ আবু নাসের মহসিন হোসেনের নির্দেশনায় সহকারী বন সংরক্ষক এম,কে,এম ইকবাল হোসাইন চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা সাতক্ষীরা এর তত্ত্বাবধানে কোবাদক্ষ স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে নিয়মিতটহলকালে ১২ টি ডিঙ্গি নৌকা ও মাছ,কাঁকড়া ধরা সরঞ্জাম সহ চার আসামিকে আটক করতে সক্ষম হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানান ইকবাল হোছাইন চৌধুরী।
তিনি আরো জানান সরকার ঘোষিত জুন,জুলাই, আগস্ট মাসের প্রবেশ নিষিদ্ধ সময়ে বন বিভাগের নিয়মিত টহলের মাধ্যমে এই ধরনের অপরাধসমূহ দমন করা হচ্ছে। যার ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে।ধূত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পি, ও, আর বন মামলা দাখিল পূর্বক আদালতে আসামীদের সোপর্দ কর হয়েছে।
Leave a Reply