নিহত সেনা পরিবারের পাশে ‘পারদর্শী পরিবার  প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি


সাতক্ষীরা প্রতিনিধি: নিহত সেনা পরিবারের পাশে দাড়িয়েছে পারদর্শী পরিবার  প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১৩ জুলাই) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠন পারদর্শী পরিবার  প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি পক্ষ থেকে সাতক্ষীরার নলতা হাসপাতালে মৃত সার্জেন্ট কামরুজ্জামানের চিকিৎসাধীন স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করে। 
পারদর্শী পরিবার  প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির ক্যাপ্টেন মোঃ হায়াতুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন সময়ে অবসর প্রাপ্ত সেনা সদস্য ও তাদের পরিবারের পাশে থাকি। সব সময় তাদের খোঁজ খবর রাখি। এরি ধারাবাহিকতায় আজ আমরা মৃত সার্জেন্ট কামরুজ্জামানের চিকিৎসাধীন স্ত্রীকে তার পায়ে চিকিৎসার সকল খরজ প্রদান করেছি।
এসময় উপস্থিত ছিলেন, পারদর্শী পরিবার  প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির ক্যাপ্টেন মোঃ হায়াতুল ইসলাম, অনারেবল ক্যাপ্টেন মোঃ আমিনুর রহমান, সার্জেন সামিউল ইসলাম, কর্পোরাল মোঃ মোফেদুল হক, লেফটেন্যান্ট  কর্পোরাল মাসুম, ওয়ারেন্ট অফিসার ইয়াহিয়া প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *