গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৮৪ জন হাসপাতালে ভর্তি 

 দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৪ জন। এদের মধ্যে ঢাকায় ৩৮২ জন এবং ঢাকার বাইরে ২০২ জন ভর্তি হয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯১১ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ২৮৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৬২৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৫৫ জন। এদের মধ্যে ঢাকায় ৭ হাজার ৪৬৬ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৯৮৯ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *