কালিগঞ্জে বীর নিবাসের চাবি হস্তান্তর


সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’ নির্মান শেষে চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে কাকশিয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: মতলুবর রহমানের হাতে চাবি হস্তান্তর করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিরাজ হোসেন খান, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মো: ছুরাত আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা জি. এম. নূর মোহাম্মাদ, বীর মুক্তিযোদ্ধা মো: জেহের আলী মিন্ত্রী ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস এস এন্টারপ্রাইজের মালিক মো: আব্দুস সামাদ প্রমুখ।
অসচ্ছল-শহীদ-প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ টাকা ব্যয়ে একেকটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবেই জেলার ২৯২জন বীর মুক্তিযোদ্ধাকে সরকারি এসব ঘর বরাদ্দ দেয়া হয়েছে। ২৫ ফুট প্রস্থ আর ৩৫ ফুট দৈর্ঘ্যরে এ ঘরটিতে ২টি বেড রুম, ১টি ড্রইং রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন রুম ও ২টি বাথরুমসহ থাকছে সুপেয় পানির ব্যবস্থা। কালিগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ১২টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪৩টি ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে দ্বিতীয় পর্যায়ে মেসার্স অরোরা এন্টারপ্রাইজের ৪টি ঘর এবং মেসার্স এস এস এন্টারপ্রাইজের ৫টি ঘর হস্তান্তর করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *