নিজস্ব প্রতিনিধি : নারকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে ’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা পরিচালক ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন বৃক্ষ রোপন কর্মসূচি শূভ উদ্বোধন করেছেন । বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি,(দেবহাটা) আয়োজনে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নারকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা পরিচালক ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন ।এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ¦ রফিকুল ইসলাম ( বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক দেবহাটা) জনাব মিজানুর রহমান(উপদেষ্টা, বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি,(দেবহাটা) আখিনুর ইসলাম(সবাপতি, বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি,(দেবহাটা), আসমা খাতুন( সাধারন সম্পাদক, বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি,(দেবহাটা) । প্রধান অতিথি ’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা পরিচালক ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন এর বক্তব্য শেষে শতাধিক মহিলাদের হাতে ২ টি করে ফলজ বৃক্ষ তুলে দেওয়া হয় এবং নারকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে বৃক্ষ রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচি শূভ উদ্বোধন করা হয়
Leave a Reply