শহর প্রতিনিধিঃ ঈদের ছুটিতে নানার বাড়ী বেড়াতে যেয়ে পানিতে ডুবে সাতক্ষীরার সুলতানপুরের শিশু আহসান আরিফে (৯) মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সুলতানপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের আহসানুল হক রুমির ছেলে আহসান আরিফ (৯) ঈদের ছুটিতে আশাশুনি নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার পাশের একটি মাঠে ফুটবল খেলতে যেয়ে গায়ে কাদা লাগলে পুকুরে পরিষ্কার করতে যায়। অনেক খোজাখুঁজির পরে তাকে কোথাও না পেয়ে বিকালে পুকুরে নেমে খুঁজে পাওয়া যায় তার মৃত্যুদেহ। শিশু আহসান আলিফের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশু আহসান আলিফের পিতা আহসানুল হক রুমি বলেন, ঈদের ছুটিতে পরিবারসহ সবাই আহসান আলিফের নানার বাড়িতে বেড়াতে যায়, তাদের বাড়ির পাশে একটি মাঠে ফুটবল খেলা করে গায়ে কাদামাটি লেগে গেলে সে বড় ভাইকে বলে নানারবাড়িতে চলে আসতেছিল। পাশের একটি পুকুরের হাত পা ধুতে গেলে সেখানে সে পা পিছলে পুকুরে পড়ে যায়। শুক্রবার বিকালে স্থানীয়রা প্রথমে আহসান আলিফের পুকুরের পাড়ে জুতা দেখে পুকুরে খোঁজ নিলে মরদেহ তাদের পায়ে লাগে। পরবর্তীতে তার মৃত্যুদেহটি উদ্ধার করেন। শনিবার ৮ ই জুলাই সকাল ১০ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply