সাতক্ষীরায় শিক্ষার্থীদের ফিচার লিখন কর্মশালা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় শিক্ষার্থীদের দিনব্যাপী ফিচার লিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে বেসরকারি সংস্থা বারসিক এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ফিচার, ফিচার লেখার কৌশল, ফিচারের উপাদান প্রভৃতি বিষয়ে ধারণা দেয়া হয়।
একই সাথে শিক্ষার্থীদের প্রতি পরিবেশ-প্রতিবেশ, কৃষি প্রাণ বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও আর্থ সামাজিক অবস্থাসহ নানা অনুসঙ্গ নিয়ে লেখালেখির অভ্যাস গড়ে তোলার আহবান জানানো হয়।
এতে প্রশিক্ষণ দেন গণমাধ্যম কর্মী তানজির কচি। উপস্থিত ছিলেন বারসিকের সহকারী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি এসএম হাবিবুল হাসান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অন্তর প্রমুখ।
কর্মশালায় ২০ জন শিক্ষার্থী অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *