যশোরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন সেটি ধসে ছয় শ্রমিক আহত হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার আওতায় যশোর বিদ্যুৎ উপকেন্দ্রের জন্য এ ভবনটি তৈরি করা হচ্ছিল। এর নির্মাণকাজ করছে ঢাকার আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইস নামের একটি প্রতিষ্ঠান।
ঘটনাস্থলে কর্মরত শ্রমিকরা জানান, নির্মাণাধীন ভবনের ছাদের বিম ঢালাইয়ের শেষ পর্যায়ে গতকাল বেলা দুপুর ১২টার দিকে তা হঠাৎ ধসে পড়ে। এতে নয়জন আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাদের নিচে কেউ আটকা পড়েছে কিনা তা বোঝা যাচ্ছে না। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে যান। আহত শ্রমিকরা হলেন ঝিকরগাছার কায়েমকোলা গ্রামের তরিকুল ইসলাম (৪৫), হাফিজুর রহমান (৫০), চৌগাছার খোকন মোল্লা (৩৭), সদরের দত্তপাড়ার মমিনুল (২৭), আকিদুল (৩৫), শিমুল (২৮), মাহিদিয়ার আবদুল হাই (২৮), দিয়াপাড়ার ইলিয়াস (৪৫) ও মণিরামপুরের পলাশী গ্রামের ইমান আলী (৫০)।
যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার নাহিদ মাহমুদ ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। ওজোপাডিকো যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইখতিয়ার উদ্দিন বলেন, ‘এটি ওজোপাডিকো ঝিনাইদহের একটি প্রজেক্টের কাজ। ধসে পড়ার খবর তারা পেয়েছেন এবং খোঁজখবর নিচ্ছেন।’
ভবদহ অঞ্চলে বিপর্যয়ের শঙ্কা: যশোরের ভবদহ স্লুইস গেট থেকে নদীর বড়োয়াড়িয়া পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকার জনপদে বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। গতকাল ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান। সেখানে বলা হয়েছে, আগামী ৫ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব চৈতন্য কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম-উর-রহমান, আহ্বায়ক রণজিত বাওয়ালী, জিল্লুর রহমান ভিটু, অধ্যাপক অনীল বিশ্বাস, পারভীনা বেগম, চৈতন্য বিশ্বাস, আজিজ সরদার, মিজানুর রহমান, আজিজুর রহমান, পলাশ বিশ্বাস।
Leave a Reply