নিজস্ব প্রতিনিধি : জেলা আনসার ও ভিডিপি সাতক্ষীরার আয়োজনে বৃক্ষ রোপণ অভিযান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ শে জুন দুপুরে জেলা কমান্ড্যান্টের কার্যালয় প্রাঙ্গনে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টে মোর্শিদা খানম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ উদ্বোধন ও চারা বিতারণ করেন আনসার ও ভিডিপির খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্টের শেখ কামরুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মিয়াজান আলী,সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশারায় আলী।
এসময় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজসহ ৩ শতাধিক বৃক্ষ বিতরণ করা হয়। পরে জেলা কমান্ড্যান্টের বাংলোর ফিতা কেটে উদ্বোধন করেন আনসার ও ভিডিপির খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।প্রধান অতিথি এসময় আনসার ও ভিডিপি সদস্যসহ সকলকে চলতি বর্ষামৌসুমে কমপক্ষে ৩ টি বৃক্ষ রোপণ করার আহবান জানান।
Leave a Reply