জামালপুর সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে  সাতক্ষীরায় মানববন্ধন


 নিজস্ব প্রতিনিধি : জামালপুর সাংবাদিক গোলাম রব্বানী  নাদিমকে নৃশংসভাবে পিটিয়ে  হত্যার প্রতিবাদে  এবং হত্যাকারীদর দৃষ্টান্তমূলক   শাস্তির দাবিতে  সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের  সামনে প্রতিবার সমাবেশ ওমানববন্ধনে  সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের  সভাপতি মমতাজ আহমদ বাপি। 
সাতক্ষীরা সাতক্ষীরা প্রেসক্লাবের অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দৈনিক  কল্যাণের সাতক্ষীরা প্রতিনিধি কাজী শওকত হোসেন  ময়না, দৈনিক বর্তমান সময় এর সাতক্ষীরা প্রতিনিধি ও ডেইলি  সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা প্রেসক্লাবের  সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ  ফরিদ আহম্মেদ ময়না, বাংলাভিশন টিভি চ্যানলর সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক  গ্রামর কাগজর সাতক্ষীরা প্রতিনিধি এস.এম রজাউল ইসলাম, যমুনা টলিভিশনর সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম,  দৈনিক সকালের সময়ের সাতক্ষীরা প্রতিনিধি, এস, কে কামরুল হাসান, সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। বক্তারা বলেন , সাংবাদিকরা হত্যা ও নির্যাতন শিকার হলে তার কান বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমান , স.ম আলাউদ্দীন, বেলাল সহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের শিকার হলও তার বিচার আজও পর্যন্ত হয়নি । বিচারহীনতার  সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ হয়েছে।  এই তালিকায় যুক্ত হলো জামালপুরের ৭১ টিভি  ও বাংলা নিউজেের  সাংবাদিক গোলাম রব্বানী  নাদিম কে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে।   দুর্নীতিবাজরা একের পর এক সাংবাদিকদের  হত্যা সহ নির্যাতন করে যাচ্ছে।  আর আমরা রাজপথে তাদের বিচাররের দাবীত আন্দোলন করে আসছি।   এটা অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক ।  এসময়  বক্তরা আরও বলেন,  জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী  নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান , এবং  সারা দেশে সাংবাদিক নির্যাতন  ও হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *