নিজস্ব প্রতিনিধি : আজ ১৬ জুন শুক্রবার বিকাল ৫:৩০ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় নবারুণ স্কুল মোড় হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মাও: এ.কে.এম রেজাউল করিম এর সভাপতিত্বে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) ও নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলটি নবারুণ স্কুল মোড় থেকে শুরু হয়ে তুফান কোঃ মোড় হয়ে নিউ মার্কেট মোড় থেকে মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বরিশালে মেয়র প্রার্থীর উপর নির্বাচন চলাকালিন সময়ে হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তাগণ উক্ত হামলার সুষ্ঠ বিচার দাবি করেন এবং হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান। উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ-সভাপতি ডাঃ ইছহাক, সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, জেলা জয়েন্ট সেক্রেটারি মাও: মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতী মুবাশ্বীর হুসাইন আলমগীর, দপ্তর সম্পাদক মো: আশরাফুল ইসলাম, দ্বীনি সংগঠন সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি ডা: এবাদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফ্রম সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানা সভাপতি মো: ইমাদুল ইসলাম, সেক্রেটারি ডা: মুস্তাফিজ উর রউফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী, সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মাদ আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি গাজী মো: আছাদুল্লাহ্ প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন প্রভাষক কাজী মো: ওয়েজ কুরণী, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা ।
Leave a Reply