স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ০৬ জুন মঙ্গলবার সকাল ১০টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সাতক্ষীরা হলরুমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মান সম্ভব। বেকার তরুণদের উদ্দেশে বলেন, সঠিক এবং বহুমুখী প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে গেলে যথাযথ কর্মসংস্থান পাওয়া যাবে এবং বর্হিবিশে^ বাংলাদেশের ভাবমূর্তি উজ¦ল হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক রূপরেখা তুলে ধরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বিসিক জেলা কার্যালয়, সাতক্ষীরা’র উপব্যবস্থাপক গোলাম সাকলাইন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, খেজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *