সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্যাম সুন্দর মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকালে সদরের ব্রহ্মরাজপুর শ্যাম সুন্দর মন্দিরের আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য ফিতা কেটে রথযাত্রার উদ্বোধন করেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। রথযাত্রাটি ব্রহ্মরাজপুর শ্যাম সুন্দর মন্দির গৌরি মঠ হতে মাসির বাড়ি সদরের কাটিয়া নারকেলতলা সদর সার্বজনীন পূজা মন্দিরে যাবে। এর ১০ দিন পর উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারকেলতলা সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, পলাশপোল সার্বজনীন পূজা মন্দিরের সমীর কুমার বসুসহ এসময় অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *