যশোর প্রতিনিধি: যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শার বাগুড়ী বেলতলা আমের বাজারের পরিবহন থেকে চাঁদা আদায় কালে নাইম (২৬) নামে এক চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছেন শার্শা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১জুন)রাত ১১টার সময় শার্শা থানা পুলিশ বাগুড়ী বেলতলা আমের বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক নাইম কলারোয়া উপজেলার গোলচাতর এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার কাছ থেকে চাঁদাবাজির বিভিন্ন রশিদ আদায় করেছে পুলিশ।
স্হানীয়রা জানান আটককৃত নাইম ও জব্দকৃত রশীদের সুত্র ধরে খোজ নিলেই পাওয়া যাবে চাদাবাজদের গডফাদারকে।
স্হানীয় আড়ৎদাররা যানান, চাঁদাবাজ নাইম আটক হলেও চাদাবাজদের একটি প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে যার বিভিন্ন সদস্য ও মূল গডফাদার রয়েছে ধরা ছোয়ার বাইরে।এসব সিন্ডিকেট গড ফাদারদের নিয়ন্ত্রণ করা গেলে বন্ধ হবে আম বাজারের চাঁদাবাজি নতুবা সম্ভব না। প্রশাসন ধরেছে চুনোপুটি গডফাদার কারা এটা সকলেই জানে। ওদেরকে আটক না করতে পারলেআম বাজারের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না।
শার্শা থানার ওসি আকিকুল ইসমাম জানান, বাগুড়ী বেলতলা আমের বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আসামী নাইমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এবিষয়ে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, আম বাজারে চাঁদাবাজির সাথে জড়িতদের ছাড় দেওয়া হবেনা। আরো দুইজনের নাম আমরা পেয়েছি তাদেরকেও দ্রুত আইনের আওতায় নেওয়া হবে।
Leave a Reply