প্রীতি ম্যাচ খেলতে চীনে মেসি-ডি মারিয়ারা

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে এশিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ জুন প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চীনের বেইজিং শহরে। এ ম্যাচকে সামনে রেখে শনিবার চীনে পৌঁছেছে মেসি-ডি মারিয়ারা।
আয়োজকদের অশিফিয়াল সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে বিশ্বকাপ জয়ীদের চীনে পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিমান থেকে নামছেন আলবিসেলেস্তেরা।
প্রথম দফায় চীনে পৌঁছান এজেকুয়েল প্যালাসিওস ও ফাকুন্দো বুনানত্তে। কয়েক ঘণ্টা পর নিকোলাস ওটামেন্ডি ও ক্রিস্টিয়ান রোমেরোও যোগ দেন তাদের দলে। এরপর বেইজিংয়ে পা রাখেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, লো সেলসো, এনজো ফার্নান্দেজ ও নাহুয়েল মলিনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে বলছে, আজই একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দলটির কোচ লিওনেল স্ক্যালোনির।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হবে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। এরপর ইন্দোনেশিয়ার উদ্দেশে উড়াল দেবে কাতার বিশ্বকাপ জয়ীরা। সেখানে গেলোরা বুং স্টেডিয়ামে ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবেন মেসিরা।
আর্জেন্টিনা দল: এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুল্লি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, জার্মান পাজ্জেলা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্দা মেদিনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, মার্কাস আকুনা, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল প্যালাসিওস, ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাডা, লো সেলসো, লুকাস ওকাম্পস, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, জিওভান্নি সিমিওনে, আলেহান্দ্রো গার্নাচো ও নিকো গঞ্জালেস।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *