ন্যাশনাল ডেস্ক :
উদ্ধার খায়রুল আমিন।
কক্সবাজারের টেকনাফে অপহৃত শিশু খায়রুল আমিনকে (১২) পাহাড়ে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গহীন পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, ১৬ জুন খায়রুল অপহরণের শিকার হয়। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে।
অপহরণের অভিযোগে গ্রেপ্তাররা হলেন, টেকনাফের হ্নীলা মরিচ্যাঘোনা বড়বিলের বাসিন্দা মো. আলম (২৭), আহম্মদ হোসেন (৫২), মো. পারভেজ (২০), আজিজা খাতুন (২১)।
পুলিশ জানায়, খায়রুল আমিন স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। ১৬ জুন সে রঙ্গিখালী এলাকায় তার বন্ধু ফরহাদের বাসায় যাওয়ার পথে অপহরণের শিকার হয়। পরে তার পরিবারের কাছে মোবাইল ফোনে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ অভিযান চালায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পুলিশ খায়রুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply