স্পোর্টস ডেস্ক : অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য লিওনেল মেসিকে দুই সপ্তাহর জন্য বরখাস্ত করেছে পিএসজি। এ সময় তিনি ফরাসি ক্লাবটির হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না। পাবেন না আর্থিক সুবিধাও।শুধু তাই নয়, ক্লাবের ‘অবাধ্য’ হওয়ায় মেসির সঙ্গে নতুন সম্পর্কেও জড়াচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নরা। আগামী জুনের পর ফ্রি এজেন্ট হতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ফরাসি গণমাধ্যম লে’কিপ এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর।
লে’কিপ জানায়, ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি না করার ব্যাপারে আগেই আলোচনা হয়েছিল। এবার ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করায় তাকে রাখার ন্যূনতম ইচ্ছাও আর নেই। মেসিকে তারা নতুন চুক্তির প্রস্তাব দেবে না। এতে আগামী মাসেই পিএসজি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে আর্জেন্টাইন অধিনায়কের।
মেসির সঙ্গে পিএসজির টানাপোড়নের সম্পর্কের মধ্যেই যেন আগুনে ঘি ঢেলেছেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাত্তেব। তিনি প্রকাশ করেছেন দেশটিতে মেসির পরিবারসহ ভ্রমণের কয়েকটি ছবি।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করে সৌদির পর্যটনমন্ত্রী লিখেছেন, ‘রিয়াদ সিটি বুলেভার্দে বিকালে খেলাধুলা, ভার্চুয়াল জগতের অভিজ্ঞতা ও পরিবার নিয়ে দারুণ সময় কাটানোর পর মেসি এবং তার পরিবার বিলাসবহুল শপিং এবং আন্তর্জাতিকমানের রেঁস্তোরায় ঢুঁ মেরেছেন।’
এই ক্যাপশনের সঙ্গে মেসি এবং তার পরিবারের ছবিও প্রকাশ করা হয়। একটি ছবিতে দেখা যায় স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে ইনডোর গেমস খেলছেন মেসি। অন্য দুটি ছবিও পরিবারের সঙ্গে সময় কাটানোর। অবশ্য মেসিকে পিএসজি নিষিদ্ধ করার আগেই এক দফা আর্জেন্টাইনের ছবি প্রকাশ করেছে সৌদির পর্যটন মন্ত্রণালয়। সেখানে তাদেরকে সৌদিতে স্বাগত জানান হ্যাশট্যাগে ‘ওয়েলকাম মেসি’ লিখে।
মূলত, সৌদি আরবের পর্যটনের শুভেচ্ছা দূত মেসি। আর্জেন্টাইন এই মহাতারকা তুলে ধরছেন সৌদির পর্যটন খাতকে। আরএমসি স্পোর্টস জানিয়েছে, সৌদি আরবের পর্যটন দূত হওয়ার চুক্তি থেকে ৩ কোটি ডলার পাচ্ছেন মেসি। সেই চুক্তির অংশ হিসেবেই মেসি এই মরুর দেশে পা রেখেছেন পুরো পরিবার নিয়ে।
Leave a Reply