নিজস্ব প্রতিনিধি : দ্রুতগামি পরিবহনের ধাক্কায় এক মাছ ব্যবসায়ি গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা- কলারোয়া সড়কের মা চম্পার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মাছ ব্যবসায়ির নাম আবুল বাসার (৫৭)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে।
থানাঘাটা গ্রামের সুরাইয়া খাতুন জানান, তার বাবা আবুল বাসার তাকে মঙ্গলবার সাড়ে ৯টার দিকে লাবসা মাধ্যমিক বিদ্যালয়ে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মা চম্পার দরগার পরবর্তী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এসডি পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১৩-২৪৭০) তার বাবার মটর সাইকেলে সজোরে ধাক্কা মারে। এতে মার বাবার মটর সাইকেলটি পরিবহনের তলায় চলে যায়। বাবাও গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতাল ও অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ এ- হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, আবুল বাশারের মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মামুন হোসেন জানান, দুর্ঘটনা কবলিত পেিবহনটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
Leave a Reply