1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
২৯ চৈত্র, ১৪৩১
Latest Posts
📰মার্চ ফর গাজা ও সমাবেশপূর্ব ঘোষণাপত্র📰গাজায় বর্বোরচিত হামলার প্রতিবাদে ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার মানববন্ধন 📰গোয়ালডাঙ্গায় ভাঙ্গনের দেড় মাস পর প্রাথমিক ভাবে বাঁধের কাজ শুরু📰তরুণদের হাত ধরে সাতক্ষীরার রইচপুরে শতাধিক পরিবারে ফিরছে সুপেয় পানির স্বস্তি📰এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, ১০ দিনের কারাদন্ড📰বড়দলে ১ যুগের বেশি ডিসিয়ারকৃত জমি দখলের চেষ্টা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 📰শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিন সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা📰গাজায় গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ📰ভূমিদস্যু কর্তৃক শ্যামনগরের ১০টি অসহায় পরিবারের ভিটাবাড়ি জবরদখল চেষ্টার প্রতিবোদে সংবাদ সম্মেলন📰আশাশুনিতে বানভাসী মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষে উপহার সামগ্রী বিতরণ

‘বিশ্বসেরা মেসির অপমান প্রাপ্য নয়’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৯৫৯ সংবাদটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : পিএসজি সমর্থকরা ‘পাগল’ হয়ে উঠছে বলে মনে করেন মেসির সাবেক ক্লাব সতীর্থ আর্তুরো ভিদাল।
দলের বিবর্ণ পারফরম্যান্সে ক্ষোভে ফুঁসছে পিএসজির একদল সমর্থক। এরই মধ্যে লিওনেল মেসিকে অপমান করেছে তারা। নেইমারের বাড়ির সামনে গিয়েও স্লোগান দিয়েছে ‘চলে যাও’। অথচ পিএসজির জার্সিতে গোল করা এবং করানোর কাজটি বেশ ভালোভাবে করে চলেছেন মেসি। তাই আর্জেন্টাইন মহাতারকাকে অপমান করা পিএসজি সমর্থকদের এক হাত নিলেন আর্তুরো ভিদাল।
মেসিকে অপমান করা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভিদাল। কড়া সমালোচনা করে ফ্লামেঙ্গোর এই মিডফিল্ডার বলেন, দিনকে দিন ‘পাগল’ হয়ে উঠছে ফরাসি ক্লাবটির একদল সমর্থক।
গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় থেমে গেছে পিএসজির যাত্রা। সম্প্রতি লিগ ওয়ানেও নেই তারা ছন্দে। গত রোববার লরিয়ঁর কাছে ৩-১ গোলে হেরে যায় ক্রিস্তফ গালতিয়ের দল। সবশেষ ছয় ম্যাচে প্যারিসের দলটির যা তৃতীয় হার।
দলের একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকদের একাংশকে গত বুধবার বোর্ডের পদত্যাগের দাবিতে ক্লাব সদর দফতরের বাইরে স্লোগান দিতে দেখা যায়। সেখানে মেসিসহ কয়েকজন খেলোয়াড়ের ক্লাব ছাড়ার দাবি তোলেন তারা। শুধু তাই নয়, ঘরের মাঠের ম্যাচে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী মহাতারকাকে দুয়োও দেন সমর্থকরা।
বার্সেলোনায় মেসির সঙ্গে কয়েক মৌসুম খেলেছেন ভিদাল। সাবেক ক্লাব সতীর্থের সঙ্গে এমন আচরণ মানতেই পারছেন না তিনি। চিলির এই মিডফিল্ডার বলেন, বিশ্বের সেরা ফুটবলারদের একজনকে এভাবে অপমান করা একদমই গ্রহণযোগ্য নয়।
“এটা পাগলামি। সত্যি বলতে, এই মানুষগুলো উন্মাদ হয়ে উঠছে। আপনি বিশ্বের সেরা খেলোয়াড়কে অপমান করতে পারেন না, স্রেফ তার খেলা দেখে যেতে পারেন। এটা ঠিক যে, সে (মেসি) পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারেনি…কিন্তু তারা লিগ টেবিলে শীর্ষে। আর সবার আগে, সে বিশ্ব চ্যাম্পিয়ন।”
“সে সবগুলো ম্যাচেই অংশ নিয়েছে, কখনও চোটে পড়েনি। সে এমবাপের সঙ্গে বেশিরভাগ গোল করেছে। আর বেশিরভাগ অ্যাসিস্টও তার। তাই এটা অদ্ভুত যে, তারা সেরা খেলোয়াড়কে আক্রমণ করছে, তবে মানুষ এমনই।”
ক্লাবের মানা সত্ত্বেও লরিয়ঁর বিপক্ষে ম্যাচের পরদিন স্বপরিবারে সৌদি আরবে উড়াল দেন মেসি। দেশটির পর্যটনের শুভাচ্ছাদূত তিনি। এতে দুই সপ্তাহের জন্য তাকে নিষিদ্ধ করে পিএসজি। এর জন্য অবশ্য ক্ষমা চেয়েছেন মেসি।
চলতি মৌসুমেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ মেসির। এখনও চুক্তি নবায়ন না করায় গত কয়েক মাস ধরেই আর্জেন্টাইন মহাতারকার দলবদল নিয়ে বাতাসে ভাসছে নানা গুঞ্জন। গণমাধ্যমের খবর, লিগ ওয়ানের ক্লাবটিতে আর থাকার ইচ্ছা নেই ৩৫ বছর বয়সী মেসির। এই ব্যাপারটা নাকি এরই মধ্যে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd