সুদান থেকে দেশে ফিরলেন ১৩৫ বাংলাদেশি

সোমবার (৮ মে) সকালে বিমানবন্দ‌রে তা‌দেরকে স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সংঘাতপূর্ণ সুদানে আটকে পড়া ১৩৫ বাংলাদেশি সৌদি আরবের জেদ্দা হয়ে আজ দেশে ফিরেছেন।

সোমবার (৮ মে) সকালে বিমানবন্দ‌রে তা‌দেরকে স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এর আগে, রোববার দিবাগত রাত ১টায় বিমান বাংলাদেশের দুটি ফ্লাইট বাংলাদেশিদের নিয়ে জেদ্দা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা করে। আজ সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

গতকাল রয়্যাল সৌদি এয়ারফোর্সের ৩টি বিশেষ ফ্লাইটে তাদেরকে জেদ্দায় নেওয়া হয়।

বিকেলে জেদ্দা বিমানবন্দরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদেরকে স্বাগত জানান। ছবি / সৌজন্যে

পররাষ্ট্রমন্ত্রণালয়ের ডিরেক্টর (কল্যাণ) মোস্তফা জামিল খান গতকাল টিবিএসকে বলেন, সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

“সুদানে আটকে পড়া ৬৭৩ জন বাংলাদেশি গত ৩ মে থেকে পোর্ট সুদানে অপেক্ষারত ছিলেন জাহাজে করে জেদ্দা আসার জন্য। কিন্তু জাহাজের সময়সূচী না মেলায় এবং অনেকের পাসপোর্ট জটিলতায় তাদেরকে আনা সম্ভব হচ্ছিল না,” বলেন তিনি।

“এমন পরিস্থিতিতে নারী-শিশুসহ যারা ভালনারেবল, এমন ১৩৫ জনকে সৌদি বিমানবাহিনীর দু’টি ফ্লাইটে আজ রোববারের মধ্যে জেদ্দা নিয়ে যাওয়া হচ্ছে,” যোগ করেন তিনি।

বাকিরা কবে জেদ্দা যাবেন এমন প্রশ্নে তিনি বলেন, “জাহাজ পাওয়া সাপেক্ষে তাদেরকে দ্রুত নিয়ে যাওয়া হবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *