পিএসজির কাছে আরেকটি মৌসুম চান গালতিয়ের

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টোফার গালতিয়ের পিএসজিকে লিগ ওয়ান শিরোপা জিতিয়েছেন। রেকর্ড ১১টি লিগ শিরোপা ঘরে তুলেছে প্যারিসের দলটি। কিন্তু পিএসজি’র কাছে এটা কোন সাফল্যই নয়! কারণ কাতারে অর্থে চলা দলটি ছুটছে চ্যাম্পিয়ন্স লিগের পেছনে।  চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা কোচ টমাস টুখেলকে পর্যন্ত ছাঁটাই করেছে পিএসজি। মাউরিসিও পচেত্তিনো পর্যন্ত টিকতে পারেননি এক মৌসুমের বেশি। সেখানে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ক্রিস্টোফার গালতিয়েরের ভাগ্যে মৌসুম শেষেই বরখাস্তের খড়গ ঝুলছে তা বলার অপেক্ষা রাখে না। 

এমনকি মৌসুম চলাকালীন তার চাকরির সুতোয় টান পড়েছিল। মৌসুম শেষে প্যারিসের ক্লাবটি লিওনেল মেসিকে হারাতে যাচ্ছে। নেইমার জুনিয়রও মৌসুম শেষে পিএসজি ছাড়তে পারেন। সব মিলিয়ে ফ্রেঞ্চ ক্লাবটির অবস্থা টালমাটাল। 
এতো কিছুর পরও পিএসজির বর্তমান কোচ গালতিয়ের মনে করছেন, পিএসজির ডাগ আউটে আরও একটি মৌসুম দাঁড়ানোর সুযোগ তার প্রাপ্য।

গালতিয়ের সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘পিএসজিতে আরেকটি মৌসুম আমার প্রাপ্য। আমি এটা আরও একবার বলছি। এটা সফল মৌসুম যদিও কেউ এটা শুনতে রাজি নন। আমি আমার খেলোয়াড়দের কৃতিত্ব দিচ্ছি, যারা সবটা দিয়ে লড়াই করেছে। এই শিরোপা জিতে আমি খুবই খুশি।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *