পিএসজির অনুশীলনে ফিরেছেন ক্ষমাপ্রার্থী মেসি

স্পোর্টস ডেস্ক : অনুমতি ছাড়া সৌদি আরব ভ্রমনের কারণে নিষিদ্ধ থাকায় ছয়দিন পর আজ প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) অনুশীলনে ফিরেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা  অধিনায়ক লিওনেল মেসি। 
৩৫ বছর বয়সি ওই তারকার ছবিসহ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। এতে বলা হয়,‘ আজ সকালে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।’
প্রত্যাবর্তনের ফলে আগামী শনিবার রেলিগেশনের হুমকিতে থাকা আজেচিওর বিপক্ষে ম্যাচে পিএসজির হয়ে দেখা যেতে পারে মেসিকে। লিগ ওয়ানের শিরোপা জয়ের সম্ভাবনা জোড়ালো ভাবে ধরে রেখেছে পিএসজি। ছয় ম্যাচ বাকী থাকতেই দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে টেবিল টপাররা।
গত সোমবার দলীয় অনুশীলনে যোগ না দেয়ায় মেসির ওপর নিষেধাজ্ঞা জারি করে কাতারী মালিকানাধীন ক্লাবটি। অনুশীলনে যোগ না দিয়ে পিএসজির অনুমতি না নিয়েই চুক্তির কারণে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে উপসাগরীয় দেশটি সফরে গিয়েছিলেন মেসি। 
পরে অনুতপ্ত হয়ে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেন সাত বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী মেসি, যার ফলোয়ার ৪৫৮ মিলিয়ন। তিনি বলেন,‘ আমি নিজেই ওই সফরসুচি ঠিক করেছিলাম। এর আগেও একবার সেটি বাতিল করেছি। তবে এবার তা সম্ভব হয়নি। আমার কৃতর্মের জন্য ক্ষমাপ্রার্থী। এখন ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’  

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *