ঢাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ, রোববার থেকে কার্যকর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়া কার্যকর করতে নির্দিষ্ট পোশাকে প্রাথমিকভাবে একশত জন রিকশাচালককে নির্ধারিত পোশাক দেওয়া হবে। নির্দিষ্ট স্টপেজে ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হবে। 

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানের অফিসে গিয়ে রিকশাভাড়া সম্পর্কিত প্রস্তাব করেন। পরে প্রশাসন থেকে রিকশাভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্ধারিত ভাড়া অনুযায়ী হল পাড়া থেকে শিক্ষার্থীরা টিএসসি, নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণ ২০ টাকায় এবং শহীদ মিনার, কার্জন হলে ৩০ টাকায় যেতে পারবেন। টিএসসি থেকে শহীদুল্লাহ হল, বকশীবাজার, নীলক্ষেত ২০ টাকা এবং সুফিয়া কামাল হল, অমর একুশে হল ৩০ টাকা নির্ধারিত হয়েছে।   

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান সমকালকে বলেন, করোনার আগেই রিকশাভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করে আসছিলেন। এটি এখন চূড়ান্ত করা হয়েছে। আমরা অতি দ্রুতই এটি বাস্তবায়ন করব।  

তানভীর হাসান সৈকত সমকালকে বলেন, করোনার আগে রিকশা ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছিলাম। তখন নির্ধারিত ভাড়ার তালিকাও লাগিয়ে দেওয়া হয়। তবে করোনায় সেটি বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, অনেকদিন থেকে শিক্ষার্থী এবং রিকশাচালকদের সঙ্গে আলাপ-আলোচনা করে আজকে অফিসিয়ালি প্রক্টর স্যারের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়েছে। আজকে রাতেই বিলবোর্ড লাগিয়ে দেওয়া হবে। নির্ধারিত পোশাক শনিবারে রিকশাচালকরা পেয়ে যাবেন। রোববার থেকে চালু হবে নির্ধারিত রিকশাভাড়া। শিক্ষার্থীদের অসুবিধায় তাদের পাশে দাঁড়ানো ছাত্রলীগের প্রধান কর্তব্য মনে করি। সেই জায়গা থেকে এই উদ্যোগ নিয়েছি। এরকম উদ্যোগ চালু থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *