এশিয়া কাপের নতুন প্রস্তাব দিল পিসিবি!

স্পোর্টস ডেস্ক

চলতি বছরের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আসরটি তারা ঘরের মাঠে আয়োজন করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তান সফরে যেতে রাজি হয়নি ভারত। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ‘হাইব্রিড পদ্ধতিতে’ এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব করে। 

হাইব্রিড পদ্ধতি হলো অন্য দল পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলবে। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। ওই প্রস্তাবেও এশিয়ান ক্রিকেট কমিটির (এসিসি) সদস্যরা সাড়া দেয়নি। ভারতের পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কা হাইব্রিড পদ্ধতিতে আপত্তি জানায়। এবার পিসিবি এশিয়া কাপ আয়োজনের বিষয়ে নতুন প্রস্তাব দিয়েছে। সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, পিসিবি দুই ধাপে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব করেছে। প্রথম ধাপে ভারত বাদে অন্য দলগুলো পাকিস্তানে একটি করে রাউন্ড খেলবে। এরপর সব দল নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে যাবে। সেখানে ফাইনালসহ আসরের বাকি ম্যাচগুলো হবে। যদিও সেপ্টেম্বরে প্রচণ্ড গরমের কারণে আমিরাতে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ খেলা নিয়ে আপত্তি আছে কিছু ক্রিকেট বোর্ডের। 

নামাজ শেঠি বলেছেন, ‘এশিয়া কাপে হাইব্রিড পদ্ধতি মানে ছাড় দেওয়া। কিন্তু আমরা তাতেও রাজি আছি। আমরা দুই ধাপে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছি। গ্রুপ পর্বের চার ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। বাকিগুলো নিরপেক্ষ ভেন্যুতে।’

এসিসি দ্রুতই বিসিসিআই সেক্রেটারি জয় শাহ’র সঙ্গে বসে বিষয়টির সমাধান করবে বলে জানানো হয়েছে। এশিয়া কাপ আয়োজন ও বিশ্বকাপ খেলতে পাকিস্তানের ভারত সফর বিষয়ে আলোচনা করতে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি দুবাইয়ে ছিলেন। সেখান থেকে তিনি ইংল্যান্ড সফরে গেছেন। 

এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছিল, এশিয়া কাপ বাতিল হতে পারে। এশিয়া কাপের পরিবর্তে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ এবং ভারত পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বলে উল্লেখ করা হয়েছিল। পাঁচ দলের টুর্নামেন্টে বাংলাদেশ ও শ্রীলঙ্কার থাকার সম্ভাবনার কথাও বলা হয়েছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *