1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
৭ পৌষ, ১৪৩১
Latest Posts
📰বছরের দীর্ঘতম রাত আজ📰গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন📰সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 📰সচেতন নাগরিক কমিটি (সনাক) ‘অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত📰জেলা প্রশাসক কর্তৃক সাংবাদিক উজ্জলের সাথে অশোভন আচরনে সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ📰আশাশুনির খাজরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রাখার অভিযোগ📰আশাশুনিতে সুন্দরবন রক্ষায় শিক্ষন ও অভিজ্ঞতা বিষয়ক বিনিময় সভা📰মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আশাশুনি রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন📰সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন📰আশাশুনিতে শিক্ষণ ও অভিজ্ঞতা বিষয়ক বিনিময় সভা

সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩০০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সুন্দর একটি সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। গত ইং ২৩ ০৬ – ২০২১ তারিখে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অদ্যাবধি সাতক্ষীরা জেলা প্রশাসন বাংলাদেশ সরকারের জেলা পর্যায়ের সকল নির্বাহী কাজ সুনাম ও সফলতার সাথে কাজ করে যাচ্ছে। সরকারের সকল নীতিমালা, আইন ও আদেশের আলোকে এবং রূপকল্প ২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইত্যাদির সুষ্ঠু অর্জনের লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে প্রতিনিয়ত সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে সাতক্ষীরা জেলা প্রশাসন। এর মধ্যে ভূমি ব্যবস্থাপনা, নির্বাহী ম্যাজিস্ট্রেসি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রেজারি, স্থানীয় সরকার, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্য সেবা, জেলার কৃষির উন্নয়ন, জেলার ক্রীড়ার উন্নয়ন, জাতীয় ও স্থানীয় নির্বাচন ইত্যাদি কাজগুলো সততা ও নিষ্ঠার সাথে করে ইতিমধ্যে সাতক্ষীরার সর্বস্তরের মানুষের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিয়েছেন প্রিয় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি ‘বি’ ক্যাটাগরী সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরীর জেলা তৈরীতে জেলার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাতক্ষীরা জেলাকে তাঁর নিজের জেলা মনে করে কাজ করে যাচ্ছেন। জেলার ক্রীড়াঙ্গণ ও সাংস্কৃতিক অঙ্গণকে উন্নত করতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি সাতক্ষীরার কণ্ঠ রিয়েলিটি শো ও হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ব্যাপক সাড়া ফেলেছেন। ২০২১ সালের বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উত্তীর্ণ হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার লক্ষ্য নিয়ে এবং স্মার্ট বাংলাদেশ তৈরীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসন। এ লক্ষ্যে সাতক্ষীরা জেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল হাজিরার আওতায় নিয়ে আসার জন্য জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অল্প সময়ে তার সুফল ভোগ করতে শুরু করেছে সাতক্ষীরাবাসী। স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের হাজিরার চিত্র ৩০%-৪০% থেকে ৯৫% -এ উন্নীত হয়েছে। ক্লাস চলাকালীন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কোচিং ও প্রাইভেটে ক্লাস বন্ধ হয়েছে এবং তা নিয়মিত তদারকির মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ভূমি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছে। সাতক্ষীরায় ডিজিটাল রেকর্ড রুম হয়েছে এবং ঘরে বসে অনলাইনে জমির পর্চার আবেদন করা যাচ্ছে। সাতক্ষীরার প্রতিটা ভূমি অফিস দালাল ও দুর্নীতিমুক্ত। মডেল হিসেবে সদর উপজেলা ভূমি অফিসের মত করে সকল ভূমি অফিসের রেকর্ডরুম গোছানোর কাজ চলছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সদা তৎপর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সুযোগ্য নেতৃত্বে সাতক্ষীরা জেলা প্রশাসন। খাদ্যে ভেজাল, সরকারি অফিসে দালালমুক্ত, যানজট নিরসন, নাগরিক ভোগান্তি, বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ ইত্যাদি বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১০ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা কমিটির ত্রৈমাসিক সভায় সাতক্ষীরা জেলা কে মাদকমুক্ত করার অঙ্গীকার করেন। পর্যাক্রমে ৭ উপজেলা কে মাদকমুক্ত করা হবে। সর্বোপরি যে কোন সমস্যায় সাধারণ মানুষ সরাসরি অথবা হ্যালো ডিসি এ্যাপস এর মাধ্যমে জেলা প্রশাসকের সাথে শুনানীর মাধ্যমে কথা বলে দ্রুত সমাধান পাচ্ছেন জেলার নাগরিকবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd