নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিজস্ব হল রুমে আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস. এম এনামুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস. এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি আকবর কবীর, কৃষকলীগ শ্যামনগর উপজেলা সভাপতি এবিএম মুনজুর এলাহী, সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। উপজেলা কৃষি অফিসার জানান, ২০২২-২৩ অর্থবছরে খরিপ /২০২৩-২৪ মৌসুমে আউশ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৬শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে কৃষকরা আউশ বীজ পাবেন ৫শত জন ও ১শত জন পাট বীজ পাবেন ।
Leave a Reply